তোমার উপত্যকা - মনোজ চৌধুরী


       দুঃখ পেও না

       তোমার উপত্যকা ধ্বংস হয়ে যায়নি

       শুধু সময়ের চাকায় চাপা পড়েছে মাত্র

       তুমি মুছে ফেলো অশ্রুসিক্ত চোখ

        দুঃখ পেও না 

        বিশ্বাস রেখো।

 

       ভেঙে পরো না

       তোমার উপত্যকা ঝড়বাদলের সাথে জুড়েনি

       শুধু কথার দাপটে সেদ্ধ হয়েছে তার গাত্র

       তুমি ছিঁড়ে ফেলো দুঃশ্চিন্তার সমস্ত পরখ

       ভেঙে পরো না 

       বিশ্বাস রেখো।

 

       হার মেনো না

       তোমার উপত্যকা চিত্তের বাইরে চলে যায়নি

       শুধু রৌদ্রের চাবুকে তোমায় জ্বালানোর চেষ্টা করছে

       তুমি ফিরিয়ে দাও আষাঢ়ের ডাকহরকরাকে

       হার মেনো না –

       বিশ্বাস রেখো।

 

       রাগ করো না

       তোমার উপত্যকা তোমায় ছেড়ে যায়নি

       শুধু পথের ভিড়ে ক্ষণিকের পথভোলা পথিক হয়েছে

       তুমি ফিরিয়ে পাবে তোমার উপত্যকাকে

       রাগ করো না 

       বিশ্বাস রেখো।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন