সকাল সকাল আঁধার নামে - জগদীশ মন্ডল

  

মেঘগুলো সব সরে গেছে

কাঁচামিঠে রোদ্দুর,

রেললাইনে কাশফুলের নাচ

চোখ যায় আজ যদ্দুর।

 

বাগান জুড়ে ঘুমকাতুরে

শিউলি ফুল চুপচাপ,

হিমেল হাওয়ায় ঝরে পড়ে

শিশিরকণা টুপটাপ।

 

মাঠে মাঠে কচি ধানে

সবুজ আবীর বোনা,

জলের কোলে দুলছে হাওয়া

খুশির আলপনা।

 

সকাল সকাল আঁধার নামে

নীরব চারিপাশ,

সাঁতার কাটা শেষ হয়েছে

ফিরছে পাতিহাঁস।

 

এমন ছবি ফুটে ওঠে

আমার ছোট্ট গাঁয়,

দেখবে যদি ছুটে এসো

আছি অপেক্ষায়।

 

 


Post a Comment

নবীনতর পূর্বতন