যত দূর যেতে পারি উৎসবের সুখে
জীবনের আঙিনায় প্রাণের আবেশে,
চলে যাব সুখহীন নিরুৎসব বুকে –
রাত্রিগুলো যায় যেথা জাগরণে ভেসে।
আপনাকে নিয়ে থাকা বড় অর্থহীন,
আপনাতে মেতে থাকা বৃথাই যাপন,
মহার্ঘ নিমেষগুলো অযথা বিলীন –
পর করে রাখা জন না হলে আপন।
যেথা নেই এতটুকু উৎসব-হরষ,
যেথা নেই আনন্দের এতটুকু লেশ,
দিতে হবে বুকে-বুকে আনন্দ-পরশ –
উৎসবে জাগুক মনে উচ্ছ্বাস সন্দেশ।
হোক না সে পথশিশু নিত্য গ্লানিমাখা,
হোক না বা অর্থহীন প্রান্তিক অভাগা,
সানন্দে সবার চাই হাতে হাত রাখা,
সুখেদুখে সম্বৎসর প্রাণের সোহাগা।
পুজো শুধু পুজো নয়, অন্তরের যোগ;
মহোৎসবে সকলের বুক-ঘেঁসে আসা,
ঘরে-ঘরে জীবনের সানন্দ-সম্ভোগ –
প্রাণের আবেশে সুখে এক সাথে ভাসা।
একটি মন্তব্য পোস্ট করুন