প্রতীক্ষার রজনী শেষে,
আজ ভাস্বর শারদ প্রভাত।
আশ্বিনের আবেগ মেখে,
শিউলীর সৌরভ যেন লুটিয়ে পড়েছে
শুভ্র শরতের পদতলে।
অনন্ত আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে,
আলতো মেঘের স্নেহের পরশ।
প্রাণখোলা খেয়ালি বাতাসের সুরে,
প্রাণের আবেগে আহ্লাদিত ঝুল বারান্দাটা।
একফালি মিঠে রোদ্দুর যেন,
অব্যক্ত অভিলাষের আলপনা কেটে চলেছে।
অবসরের ইজি চেয়ারে জুড়ে,
হেলান দিয়ে বসে পুজো সংখ্যারা।
ছুটির আমেজ মাখা উৎসুক মন,
হারিয়ে যাচ্ছে শরদিন্দুর ব্যোমকেশে।
ঢাকের তালে উন্মাদিত কাশফুল,
বিগলিত আজ কাঁসরঘন্টা, শতদলে।।
একটি মন্তব্য পোস্ট করুন