সাল ২০৫৬ - মলয় হাজরা

 



ডেভিডের উত্তেজনা ক্রমশও বৃদ্ধি পাচ্ছে , দরকার শুধু আর কিছুক্ষণ সময়ের , তারপরেই সে পৌঁছে যাবে এমন এক গ্রহে , যেখানে সে বিস্তার করবে এক নতুন মানবসভ্যতার। দুরু দুরু বুকে ডেভিড অপেক্ষা করছিল কখন তাঁর মহাকাশযানটা ভিনগ্রহের বায়ুমণ্ডলের সাথে গিয়ে মিশবে।কিন্তু ঠিক এরকম এক সময়ে ডেভিড হঠাৎ কি যেন একটা কারণে একটু অন্যমনষ্ক হয়ে পড়ল আর সঙ্গে সঙ্গে মহাকাশযানটি তাঁর ভারসাম্য হারিয়ে ফেলে সেটি একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে খুব কম সময়ের ব্যবধানে মহাকাশের গভীর অন্ধকারের মধ্যে তলিয়ে গেল।এরপর ডেভিডের আর কিছু মনে নেই।

"ডেভিড , ওয়েক আপ মাই বয় ", খুব চেনা শব্দে ডেভিডের খুব ভাঙল। সে চোখ খুলে দেখল তাঁর বাবা তাকে ক্রমাগত ডেকে চলেছে এবং সে তাঁর ঘরের বিছানায় শুয়ে রয়েছে। চারিদিকে তাকানোর পর তাঁর চোখ যখন ঘরের স্মার্ট ওয়াচটার দিকে গেল তখন সে দেখল ঘড়িতে রাত এগারোটা বেজে দশ মিনিট হয়ে গেছে , আর সালটা ২০৫৬।






Post a Comment

নবীনতর পূর্বতন