অদ্ভুত নেশা এক
পতঙ্গের যেমন আলোর মোহ,
বিষাক্ত ক্ষত চুঁইয়ে গড়াতে থাকা রক্তের স্রোতে বুঝি নেশা...
আনন্দ সমাগম আমার জন্যে নয়।
যন্ত্রণার কোলে মুক্তি বুঝি।...
স্বাদ নিতে চাই প্রতিটি আঘাতের, প্রতিটি আঁচড়ের...
বহ্নিকোলে পুড়তে থাকে আমার শেষ আকাঙ্খা।
চামড়া গুটিয়ে উঠতে থাকে...
শেষ নিঃশ্বাস অবধি পুড়ে যেতে চাই।...
অন্ধ হবো শেষ বেলায়,
বধির হবো শেষ বেলায়,
পরিতৃপ্ত আমি।
একটি মন্তব্য পোস্ট করুন