মেঘের মত ভারী হচ্ছে হাওয়া
হাওয়ার মত উড়ছে শুধুই মন
ঝড়ের রাতে হঠাৎ পেলে দেখা
হাত বাড়ালেই গভীর সংগোপন
মেঘের দেশেই বসব দু'জন রাতে
মুখোমুখি চোখে চোখে শুধু চাওয়া
পাহাড় শোনাবে দূরের ঘন্টাধ্বনি
সাক্ষী শুধু বয়ে যাওয়া সেই হাওয়া
বৃষ্টি এলে ভিজব ইচ্ছে করেই
চোখ ছাড়িয়ে জল গড়াবে ঠোঁটে
আঁচল দিয়ে ঢাকবে মাটির ঘ্রাণ
ফেরার তখন ইচ্ছেটি নেই মোটে
বাতাস তখন হচ্ছে ক্রমেই ভারী
আলোর রেখাও হচ্ছে ম্রিয়মাণ
এপথে তখন দু'জনেই অনুসারী
লেখা হবে এক প্রেমের উপাখ্যান।।
একটি মন্তব্য পোস্ট করুন