আসতেই তো পারো ফিরে, এ অভাগার ছোট্ট নীরে।।
যেখানে কয়েক মুঠো সঙ্গ পাবে কুড়িয়ে ,
মিছে সম্পর্ক ভরা দুনিয়ার, একাকীত্বের ভিড়ে ।।
পাবে ভালোবাসা ভরা কয়েক বৃক্ষ ছায়া,
দেহ লোভী সব হিংস্র পশুদের তপ্ত রোদে।
যেখানে পেতে পারো , নির্মল হাতের কোমল পরশ,
মাথা ভরা তোমার কেশের উপর ,
যন্ত্র চালিত বর্বরতা থেকে কয়েকশো ক্রোশ দূরে।।
পেতে পারো জোৎস্না মাখা একটা নিঃশব্দ রজনী
চলন্ত বাস ট্রেনের বিষাক্ত শব্দের পরিবর্তে।
হয়তো শ্বাসরোধী কলকারখানার তৈরি নরম বালিশটা পাবে না সেখানে,
তবে বিশ্বস্ত সেই কাঁধে রাখতেই পারো মাথা বিনা কোন শর্তে।
পেতে পারো ঝোলাভরা মুক্ত শ্বাস বিনা কোন মূল্যে,
সভ্যতার দিবালকে ডাকাতি যা নিয়ে তুঙ্গে।।
হয় না যেথা ভেদ-বিভেদ, ছাপা কাগজের নাম ধরে,
অভুক্ত কেউ দেয় না প্রাণ , মৃত্যু যতই ডাকুক দর গড়ে ।।
হয় না যেথা বছর অন্তর প্রতিশ্রুতির দল বদল
নিজের জন্য নিজেই রাজা, একান্ত তুমি তোমার সম্বল ।।
উন্নতির মিথ্যা দৌড়ে যদি কখনো হাঁপিয়ে যাও ,
ফিরে তাকিও পেছন পানে।
বুড়িমা এখনো দাঁড়িয়ে দোরগোড়ায়।।
একটি মন্তব্য পোস্ট করুন