জীবন যুদ্ধে নামি
আবছায়া আঁধারে আঁকি ভোরের নির্যাস
বিরহী মন ভাসে ধূধূ বালুচরে। মরে যায় স্বপ্ন। উড়ো খই ।।
জীবনের প্রবাহ জুড়ে ফিরে আসে অনিঃস্ব বিষাদ
মন বাগিচায় ওড়ে না পাখি
ফোটে না ফুল
আসে না ফিরে বসন্ত। কথাঘরে মৃত কথার ভুবন ।।
তবু বাঁচি। বেঁচে থাকি
বিষণ্ণ মরুতে গড়ি বিলাপের বসত ।।
অনন্ত পিপাসায় ভাসে রোদের দুপুর
ইচ্ছেগুলোর মরা নদী
অতলান্ত স্রোতে আটকে যায় জীবন। কালবেলা বেলাভূমি ।।
একটি মন্তব্য পোস্ট করুন