চরৈবেতি - উৎপলেন্দু দাস




হে নিঃসঙ্গ নিস্পৃহ পথিক চলেছ কোথায় 

অজানা মনোরম নীল সবুজের মাঝে,

সে কোন বীণার টঙ্কার হৃদয় গভীরে তোমার,

গম্ভীর মধুর ঝঙ্কারে  বাজে

নীলিমা কি উজ্জ্বল আলো ঝলমল

মেঘ বলাকারা কি হয়েছে পথসাথী

শ্যাম সরসতার স্নিগ্ধ শোভায়

বনানীতে মেলেছে কি শত আঁখি

বিহঙ্গের গান নদী কলতান

ধূলি ধূসরিত ধরণীর স্নেহ

অনুভব হোক হে মরমিয়া পথিক,

স্তবগানে মুখরিত  প্রাণময় অপরূপ এই গ্রহ



কোথা হতে এলে কতদূর যাবে 

হিসেব নিকেশে হয়ো না বিভ্রান্ত,

মুহুর্তের প্রত্যাশাহীন উপভোগে উৎসবে মেতে

প্রত্যক্ষ দর্শন তৃষ্ণায় হও অক্লান্ত

 

চলতে চলতে মুখ তুলে হে পথের প্রেমিক

দেখে অসীম অনন্ত উদ্ভাসিত নভোনীলে 

বাহির ভিতর মিলেমিশে হবে একাকার, যেমন

আঁধার বিলীন হয় আলোয় শান্ত উষাকালে

ধন্য হে তুমি অমৃতের পুত্র অনন্ত পথ যাত্রী

যুক্তকরে চলো সতত সন্তুষ্ট চিত্তে

থাকো চরণে তাঁর,যিনি সদা জাগ্রত মঙ্গলময়

নিত্য স্থিতি যার তোমার অন্তরের আনন্দ তীর্থে

Post a Comment

নবীনতর পূর্বতন