হে নিঃসঙ্গ নিস্পৃহ পথিক চলেছ কোথায়
অজানা মনোরম নীল সবুজের মাঝে,
সে কোন বীণার টঙ্কার হৃদয় গভীরে তোমার,
গম্ভীর মধুর ঝঙ্কারে বাজে ?
নীলিমা কি উজ্জ্বল আলো ঝলমল
মেঘ বলাকারা কি হয়েছে পথসাথী
শ্যাম সরসতার স্নিগ্ধ শোভায়
বনানীতে মেলেছে কি শত আঁখি ?
বিহঙ্গের গান নদী কলতান
ধূলি ধূসরিত ধরণীর স্নেহ
অনুভব হোক হে মরমিয়া পথিক,
স্তবগানে মুখরিত প্রাণময় অপরূপ এই গ্রহ ।
কোথা হতে এলে কতদূর যাবে
হিসেব নিকেশে হয়ো না বিভ্রান্ত,
মুহুর্তের প্রত্যাশাহীন উপভোগে উৎসবে মেতে
প্রত্যক্ষ দর্শন তৃষ্ণায় হও অক্লান্ত ।
চলতে চলতে মুখ তুলে হে পথের প্রেমিক
দেখে অসীম অনন্ত উদ্ভাসিত নভোনীলে
বাহির ভিতর মিলেমিশে হবে একাকার, যেমন
আঁধার বিলীন হয় আলোয় শান্ত উষাকালে ।
ধন্য হে তুমি অমৃতের পুত্র অনন্ত পথ যাত্রী
যুক্তকরে চলো সতত সন্তুষ্ট চিত্তে
থাকো চরণে তাঁর,যিনি সদা জাগ্রত মঙ্গলময়
নিত্য স্থিতি যার তোমার অন্তরের আনন্দ তীর্থে ।
একটি মন্তব্য পোস্ট করুন