মহীয়ান - উজ্জ্বল কুমার মল্লিক


 

অসীমের দিকে চাহি, সমুদ্র- আকাশ

সেখানে একাকার; না আছে ভৈরবীর

সেথা অট্টহাসি: শুধু আনন্দ লহরী

বিরাজিতে; অনির্বাচ্য ভাবে, কেবলই

মোহহীন চিত্ত রয় 'সো-অহমে' সদা। 

আত্মার আত্মীয় ভাবে বিজর, প্রফুল্লে

অনন্ত সুখী; নেই যযাতির  আকুতি

প্রদানি গ্রাহীকে জরা, হীন অনুরোধি;

অক্ষম, নীচ;কভু শেখেনি এ ধরায়

গ্রথিতে নিজ গৌরবগাথা, সগৌরবে। 

চলমান ধারায় জীবন মাত্র ধাপ

উন্নত জীবন চর্চায় মেলে অনন্ত

প্রশান্তি; স্তরে, স্তরে ঘটে পরিবর্তন

 জীবন হয় আদর্শ, ঈশিত্ব প্রকাশি। 

 

Post a Comment

নবীনতর পূর্বতন