আমার জীবনে আসুক না সেই দিন
যে দিন থাকবে না কারোর মনে কোনো দন্দ্ব,
থাকবে না কোনো প্রতিযোগিতা
থাকবে না কোনো লড়াই
থাকবে না কোনো অবিশ্বাস।
থাকবে না কোনো মান অভিমান
থাকবে না কোনো দারিদ্রতা
থাকবে না কারোর জীবনে কোনো দুঃখ দুর্দশা
থাকবে না কোনো ধনী, গরীব পার্থক্যটা
থাকবে না কোনো কুসংস্কার
থাকবে না কোনো অন্যায়।
আমার জীবনে আসুন না সেই দিন
যে দিন থাকবে খালি আনন্দ
থাকবে খালি বিশ্বাস ,
থাকবে খালি সুখ
থাকবে খালি মাথা উঁচু করে বাঁচা,
থাকবে খালি ভালোবাসা
থাকবে খালি সততা,
থাকবে খালি সবুজের সবুজে ঘেরা প্রকৃতি
সেই দিন দ্রুত আসুক না আমার জীবনে নিয়ে শুভ কাল,
সত্যের হবে জয় অন্যায়ের হোক হার।
একটি মন্তব্য পোস্ট করুন