আমার অস্তিত্ব কতটুকুই বা আছে
গান - গল্প -কবিতায়
শব্দমিছিলে কতটুকু আওয়াজ তোলে
সেটাও আমার অজানা।
অশীতিপর বৃদ্ধের করুণ বিলাপ
ঝরে পড়ে বার্ধক্যের আঙিনায়
রাত জাগা কত স্মৃতি - বিস্মৃতি
সাক্ষী হয়ে যায় মনের খাতায়।
মাঝে মাঝে মনে হয় – এই জরাজীর্ণ শরীরে
এখন আমি অসহায়, নিরুপায়
কালের প্রহর গোনা ছাড়া
কি আছে উপায়?
সময় বদলেছে, যৌবনের তাজা রক্তে
চলছে দ্রুত ভাঙা-গড়ার খেলা
সেখানে তরুণরাই দীপ্তমান
আমি সেখানে এক বিগত
পালা শেষে ভাঙা তানপুরা,
শতাব্দীর করুণ ইতিহাস।
একটি মন্তব্য পোস্ট করুন