আমাদের ঘরসংসার - দীপক আঢ্য


এই মধ্য চল্লিশেও

বীজতলায় এলে তুমি কিশোরী হয়ে ওঠো;

নিজের কবোষ্ণ ছায়ায় আমি রূপাই চাষি

 

শিশির ভেজা আলে তোমার পায়ের ছাপ পড়লে

নুয়ে পড়ে আমনের ভরা বুক

পাখিরা গান গায়

 

রোদেলা শরীর থেকে ঝরে পড়ে ঘাম

বীজতলার মৃদু বাতাসে

টের পাই

উঠোন নিকোনো চলছে আমাদের –

সে আঁচল গুঁজে রাখা এখনও তোমার কোমরে!

 

Post a Comment

নবীনতর পূর্বতন