নতুন কোনো পথের কথা ভেবে
আলোর দিকে পিঠ দিয়ে আছি।
এমনটা রোজ করি না।
সময় মেলে না।
কিসব অহেতুক ব্যস্ততার ভীড়।
অথচ স্বপ্নে সম্ভাবনায় হতেও পারতাম
আমি একটি পাখি
এবং মুখরিত হওয়ার কথা ছিল আমারও নীড়।
অনুষঙ্গের রকমফের দেখে
হেমন্তের উদাসীন গন্ধ মেখে
অভ্যেসের নির্মাণ ভাঙার চেষ্টা করি।
নতুন কোনো পথের তাগিদও হয়তো কোনো বাহানা।
কি করেই বা বলে দিই সরাসরি
এই অস্তিত্বপথের আসলে এত কম দাম!
আকারে-ইঙ্গিতে তবে
যা বুঝেছি
কিভাবে যেন আছি
এখনও হৃদয়েরই কাছাকাছি।
অগত্যা ভেবে নিলেই হয়
পাশ কাটিয়ে দিনযাপনের অপচয়
আমি না হয় রয়েই গেছি এখনো একটা পাখি।
সম্ভাবনা নাই থাক, কল্পনায় এমনকি ঝুঁকি?
দিন-রাত, রাত-দিন…
আর কতই বা চলবে অভ্যেসের গা জোয়ারি?
একটি মন্তব্য পোস্ট করুন