বাঁধন ছেঁড়া ঘুড়ি - ডঃ সুব্রত চৌধুরী


যা রে ঘুড়ি উড়েই যা

সুতোর বাঁধন টুটে যা

মুক্ত হিয়ার আকাশ মেখে

দূরের ভুবন দেখতে যা

 

লাটাই থাকুক মাটির হাতে

বাতাস ছুটুক আপন স্রোতে

নোঙর করা শিকল ছিঁড়ে

অলীক আশায় ভাসতে যা

 

আবার ফিরবি যখন প্রাণের ঘরে

আকাশকুসুম স্বপ্ন ছেড়ে

বুঝবি তখন ওড়াই বৃথা

আকাশ আছে লুকিয়ে হেথা

 

প্রদীপ হওয়া মাটির আলোয়

ধুলোয় ভরা পথের কালোয়

তুই থাক না চোখের উড়ান হয়েই ... 

শুধু মনের সুতোয় আটকে যা।

 

Post a Comment

নবীনতর পূর্বতন