অবসাদে মেঘের মনে যাই
লুকিয়ে গহন গভীর আলিঙ্গনে
দেহে সাজাই বিষণ্ণতার ছাই
আঙুলছোঁয়া এলোরঙের ছবি, সঙ্গী মুঠোফোনে।
দরজা জুড়ে আয়না অলৌকিক
কথা হারায় বিষাদের কালো ছাপে
দড়িটাও জানে সাহসের সীমা ঠিক
স্বপ্নপাখিটা ঘুমিয়ে পড়েছে স্তব্ধ হোয়াটসঅ্যাপে।
বাঁচতে চেয়েই অশ্রু, অন্তরাল
চুপচাপ একা চিঠিতে চোখের জল
চিরঘুম মানে না ফেরার দেশকাল
প্রাণ জুড়ে আজো কথা বলে যায় অজস্র মিসকল।
শেষটা শুধু লড়াই, একার একা
মনে নেই আজ কোন দিন বা বার
আয়নায় শুধু নিজেকে এঁকেই দেখা
শব্দ হারিয়ে অবসাদে রঙ ভরা, ভরছে ম্যাসেঞ্জার।
একটি মন্তব্য পোস্ট করুন