প্রেমাসক্তা - সোহম গুহ



জানি একদিন অমর হবি তুই,

কালবৈশাখীর ঝড় হবো আমি।

চারিদিকে ধেয়ে আসবে

আমার সর্বনাশের মোহ।

তখন শুনতে পাবি শুধু

হাহাকার আর হাহাকার।

কিন্তু বিরাম নেব না আমি

চালিয়ে যাব এই তাণ্ডব।

 

আমার একাকিত্বের বইগুলোতে

ধুলো জমেছে আজ,

সেইগুলোকে অমরত্বের

বর দিয়েছিস তুই!

শতাব্দী প্রাচীন আরাম কেদারায়

বসে চিঠি লিখছি আজ

ফিরিয়ে দিতে পারবি বারবার?

 

সিঁড়ির পাশের আলমারিতে রাখা ক্যামেরায়

মাধবীলতার মতো তোর মিষ্টি হাসি বন্দী বহুকাল।

নৌকাবিহীন মাঝির কাছে

এতোটুকুই স্মৃতি তো বল।

 

স্যাঁতসেঁতে আবহাওয়ায় মনখারাপের প্রভঞ্জন বইছে আজ।

নদীর পাড়ের সবুজ খেত এলোমেলো

আজ গন্ধবহের আনাগোনায়।

এমন সময় আসবি না প্রণয়িনী?

 

আমি মারুতের সাথে উড়তে চাই এখন

প্রেয়সী তোর সম্বলটুকু শুধু দরকার আমার।

এমন সময় মৃদু নুপুরের নাদ

কানে আসছে হঠাৎ,

প্রেমাসক্তা সত্যি এলি কি তবে?

Post a Comment

নবীনতর পূর্বতন