মানুষ - শতরূপা জে এস



আমি.. মানুষ কেমন?

তোমার মানসচক্ষে

তুমি চিনতে চাইছো যেমন

অনেকটা ঠিক তেমন

এই যে এত জিজ্ঞাসু মন

তীক্ষ্ণ ক্ষুরধার

দৃষ্টিগোচর বিবেকবিহী

ওজর অস্বীকার

জানতে চাওনা মানুষ কেমন

চেনার নেই তো চোখ

বন্ধ চোখের আগল ঠেলে

জ্বালাও না তো শোক

পুড়তে থাকো যন্ত্রনাতে

ছিঁড়তে থাকো ক্লেশ

দোসর খোঁজো হয়তো বোঝো

এই তো আছি বেশ

এই তো আছি দিব্যি বাঁচি

ভাবনা চিন্তাতীত

ভাবাচ্ছে না পরাশ্রয়ী

আগামীরোহিত

আমন্ত্রণে গুনছো মনে

বিষণ্ণতার সুর

তোমার মনে বিষম দহন

রিক্ত অন্তঃপুর

তবে চেনার কথাই বলছো যদি

চেনা কঠিন বড়

বিদগ্ধতায় ভাস্বর চোখে

চিনতে চেষ্টা ক’রো

এমন অনেক চোখ সয়েছি

কপটতার গ্রাস

হাস্যমুখে নিঃস্ব বুকে

মিথ্যাচারের বাস

প্রশংসাতে চলকে পড়া

তোষামোদের সুর

ভাগশেষে সেই অহম আর

আমিত্ব ভরপুর

মানুষ চেনার বড়াই করো

মানুষ চেনো কই ?

নিজের সঙ্গে সই পেতেছি

একলা তো ভাই নই

আলগা সুতোয় উড়িয়েছি তাই

বিভাজিতের মন

আলতো হাসির মন্দবাসায়

নিশ্চিন্ত যাপন

সরিয়ে রেখে সংশয় আজও

সম্ভাবনায় প্রায়ই

মান আর হুঁশে মানুষরূপী

মানুষ খুঁজে যাই॥

Post a Comment

নবীনতর পূর্বতন