রঙমশালের রঙটা যেতেই
বাজির আওয়াজ ফিকে হতে,
ঘাসের ডগায় শিশিরকণা
বৃষ্টিবাদল যাওয়ার পথে ।
শীতের আমেজ সকালবেলায়
রোদ্দুরটাও নরম বটে,
দিনেরবেলায় হালকা গরম
অল্প শীতে রাতটা কাটে ।
অঘ্রাণে যখন ধানটা পাকে
হরিৎক্ষেতে মাঠের ‘পরে,
ধান তুলে সব নবান্নে মাতে
খুশীর হাওয়া ঘরে ঘরে ।
মাঠ ভরা এক হলুদ হাসি
মটরশুঁটি ও সর্ষে ফুলে,
খেজুর গাছে রসের হাঁড়ি
নলেনগুড়ের গন্ধ তুলে ।
নতুন পালং সঙ্গে মুলো
শিমটি দিয়ে ছ্যাঁচড়া জমে,
গুণের বেগুন কপির মেলা
বাজার জমে দামও কমে ।
হেমন্ত ঋতু ফিরে যেতেই
গ্রাম-শহরে শীতের কামড়,
পৌষপার্বনের মেলা বসে
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর ।
শেষের দিকে জানান দিয়ে
মাঘের পরে পালাই পালাই,
শীতকালটা ভালোই কাটে
জ্বরজ্বালার নেইকো বালাই ।
একটি মন্তব্য পোস্ট করুন