তুমি প্রেম এলেই না – রবীন্দ্রনাথ প্রধান


শীতের শিশির পড়ে বাইরে
,

দূর্বা ঘাস তার আশীর্বাদ

রাতভর মাথায় বহন করে

পৃথিবী গড়ে সূর্যের প্রথম আলোর প্রেম দিয়ে 

– হোক না তা ক্ষণিকের

শিশির পড়ে অন্তরে

সিক্ত তৃণ তোমার পায়ের স্পর্শ পাবে বলে

অপেক্ষার প্রহর গুনতে থাকে

তুমি প্রেম এলেই না

তৃণের প্রেমের পৃথিবী গড়া হল না

বৃষ্টি হোক বা না হোক

তার চোখে বয়ে যাবে শ্রাবণের ধারা,

তবুও সে বেঁচে থাকবে হৃদয়ে

আজীবন অপেক্ষা করবে

প্রেমের আগমনের

 


Post a Comment

নবীনতর পূর্বতন