বিসর্জন – অজিত দেবনাথ


এই নদী তীরে এসে ঢেলে দিয়েছি সংসারের সব ব্যর্থতা

জলের ঢেউ আসবে দুলে-দুলে,

কিছু ভাসিয়ে নিয়ে যাবে অতলে,

আবার কিছুটা মেঘ হয়ে ফিরে আসবে

ফিরে আসবে ধানক্ষেতে

এলোমেলো ঢেউয়ে মাতোয়ারা সব ব্যর্থতা

তবু ডেকে নেয় নিজস্ব ধ্বনিতে

নিথর দুহাত তুলে নিতে কি পারি বিরামশান্তির পাটাতন?

অঢেল রাত্রির গায়ে জেগে আছে সেই শ্বাসটুকু চিরনগ্নতায়

আমি শুয়ে থাকবো নৌকোর ছইয়ের ওপর

তার পরে কোন এক শিশিরের ভোরে

আমি জেগে উঠব

দুহাতে জড়িয়ে ধরবো আলোয় ভাসানো সেতু

যেমন কোন ভূমিষ্ঠ শিশু মুক্তির আদলে তাকায় প্রথম প্রহরে

Post a Comment

নবীনতর পূর্বতন