অবৈধ – অধীর কুমার রায়


 

ঠিক সূর্য ডোবার পরে,

রাতের অন্ধকারের বুক চিরে

সুগন্ধি কুসুম ফোটে

শুঁড় তুলে মোহনীয় বেশে ছুটে আসে

মধু লোভা পতঙ্গের দল

গহীন অন্ধকারে রাত পেঁচা কু ডাকে

মনের আয়নার প্রতিবিম্বে

তবু তুমি দরাজ হাতেসলজ্জ ঈষৎ হেসে

খুলে দাও রূপের সিন্ধুক

একটু পরে বৃষ্টি থামেঘুম ভাঙ্গে রাতের

সূর্যের আলোর জুজুর ভয়ে

উড়ে যায় দিনকানা পতঙ্গের দল,

ভদ্র মানুষের সভ্য পোশাকের তলে

 

পুজোর পরে প্রতিমা নিরঞ্জন হয়

খরস্রোতা নদীর জলধারায়

বাইরে ঢাক বাজে খুশির জোয়ার,

অন্তরে বহে ফল্গুস্রোতে অশ্রুনদীর ধারা




Post a Comment

নবীনতর পূর্বতন