এ জীবনে যারা ভেসে গেছে
যাদের রাতের প্রহর হয়েছে ঘুমহীন
অভাবী থাবা যাদের জীবন জুড়ে —
একমুঠো ভাতের তাগিদে যারা সমর্পিতপ্রাণ;
ছেঁড়া পোশাকের আড়ালে
যারা এখনও লুকিয়ে রেখেছে আত্মসম্মানবোধ
ঔৎসুক্যহীন যাদের জীবনে
শুধুমাত্র মধ্যাহ্নের রোদ —
চাঁদের আলোর বিকিরণে
যারা ঝলসানো রুটির বাস্তবতা খুঁজে পায়
হে ভগবান! আমি তাদেরই একজন
যারা নালিশ জানাতে গেলে
প্রশাসন তেড়ে আসে
আইন ভয় দেখায়
আর সংবিধান গলা টিপে ধরে —
তাদের হাতের বলিরেখায় আঁকা আছে
অন্য এক পৃথিবীর মানচিত্র
যেখানে কোনও লাইটহাউসের অস্তিত্ব নেই।
একটি মন্তব্য পোস্ট করুন