শুনেছি প্রথম মায়ের মুখে
সদা দুঃখে সুখে উচ্চারিত তাই
অন্তরে বইছে ফল্গুধারা
আকাশে রবির রয়েছে পাহারা
আমি আনন্দে গান গেয়ে যাই।
বাংলা আমার মাতৃভাষা
জনমে জনমে প্রত্যাশা তাই
যত ফুল ফুটেছে ভাষার কাননে
মালা গেঁথে ডাকি সহাস্য আননে
সকলকে আজ প্রণাম জানাই।
বাংলা আমার প্রাণের ভাষা
শুধু একুশে নয় রোজই তাই
কবিতায় গানে দেয় কড়া নাড়া
নাড়ির টানে নিজ ঘরে ফেরা
তারই মাঝে আমি প্রাণ খুঁজে পাই।
আমার নদী আমারই আছে
ডুব দিবি কে নাম রে জলে
ময়লা যতই আসুক ভেসে
সরিয়ে দেব মিষ্টি হেসে
কলকলিয়ে জলের স্রোত সাগরপানে যাবে চলে।
একটি মন্তব্য পোস্ট করুন