ভাঙা আয়নার দু'পাশে কানায় লেগে
সে কি আহত হয়েছে? রূপলাবণ্যে ঘা?
জলে কাঁপ ছিল – প্রবাহে ছিল না রা।
ভেসে যেতে যেতে নুড়িটুকু সংগ্রহ
করে, অতলে রেখেছে জমা
শণাক্তকরণে ছিল ঘোর সন্দেহ!
সে কি মৃত?- নাকি নিশ্চল এক ক্ষমায়
পূর্ণ রেখেছে সমস্ত বেলাভূমি
আমি কিছুদুর নেমে, যেখানে এসে থামি
সেখানে জলঝাঁঝি;
হৃদয় তার নীলিম-শূণ্য
বাইরে একলা মাঝি।
একটি মন্তব্য পোস্ট করুন