শালিকেরা খুঁটে খায় - শ্রীমন্ত সেন

  


 

সেভাবে ভাবিনি কোনোদিন,

তাই কোনই ব্যত্যয় নেই

গতানুগতিকতার,

একঘেয়ে জীবনের গ্লানি

আজ প্রায় সহনীয় হয়ে গেছে।

 

অথচ কত কী-ই না ঘটতে পারত,

অন্তত একটু অনমনীয়তা,

একটু স্বচ্ছতা,

একটু উদারতার আলো

আকাশ নামিয়ে আনতে পারত

ধুলোটে মননে।

 

নিষ্প্রদীপ মন,

নিষ্প্রদীপ এ জীবন,

শালিকেরা খুঁটে খায়

সকাল-বিকেল নিতান্ত অবহেলায়।


Post a Comment

নবীনতর পূর্বতন