আমার সবটাই আজ মৃত্যুর কবিতা
উচ্চাশায় ঝুল লাগা চিবুকে চিবুক জাগা
ভাঙা বর্ষার প্লাবনের শেষে ধ্বস্ত দেহ
এ কবিতা আমার মৃত শহরের
কবিতা ছড়িয়ে দিই প্রান্তরে প্রান্তরে
আমার কবিতা মানে উপচে পড়া ব্যথার সমুদ্র
বুকের ভেতরে জমানো বসন্তের উড়ো চুল
পথের ধুলোর মতো হাজার হাজার পাতা
উড়ে যাওয়া ঈশান কোণ
বুকের ভেতর সমস্ত ধ্বস
কবিতাতে পাগলের মন।
একটি মন্তব্য পোস্ট করুন