এমন একটা দিন আসবে...
চৌরঙ্গী ঘুড়ি উড়তে উড়তে মিলিয়ে যাবে
আকাশের বুকে
নীলে নীলে হেসে উঠবে বর্ণনা
মেঘে ঢাকা সূর্য উত্তাপ বর্জন করে হেসে উঠবে
এমন একটা দিন আসবে...
রাতের আঁধারে কাব্য লিখবে
রাতের অভুক্ত রজনীগন্ধারা
যত সময় মিলিয়ে যাবে অনন্ত যাত্রার নাভি চিরে
পদ্মের ভ্রমর প্রতি ঘরের আনাচে কানাচে
এমন একটা দিন আসবে...
অসম্ভবপুরে সম্ভব্য রাতের জ্যোৎস্না অন্ধকে পথ দেখাবে উন্মুক্ত চেতনায়।
একটি মন্তব্য পোস্ট করুন