তোমাকে খুঁজি - তৌফিকুল ইসলাম চৌধুরী


তোমাকে খুঁজি অসীম আকাশ নীলে,

খুঁজি অথৈ সাগর জলে,

পরিযায়ী হয়ে খুঁজি দিগন্ত পথে,

তুমি কি শুধু মরু কাফেলার বেদুইন মরীচিকা,

হৃৎপিণ্ডে বসে ধমণীতে নাচো।

 

শরীর কি কেবল তোমারই আছে?

তবে কেন নূপুরধ্বনি দেহবল্লরীয়ে

জাগিয়ে পুনঃ শূন্যে মিশ স্বছায়ায়!

আর ধূপকাঠি হয়ে পোড়াও

বিষাদ বিপন্ন প্রণয়ের অনল।

 

আকাঙ্ক্ষার প্রজাপতি চিঠি আজও ওড়ে

ফুলে ফুলে নর্তকী বাতাসে,

ভেজা স্যাঁতস্যাঁতে অন্তর্বাসের ঘ্রাণ

পুলকিত শিহরণে আধখোলা বুকে

নীল মাছির মতো নূপুর পরে নাচে।

 

তুমিহীন সবখানে শূন্যগর্ভ শূন্যতা,

এ কোন্ পিপাসা সম্ভোগে আমি

পুড়ে পুড়ে ফিনিক্স হয়ে জাগি,

আর লখিন্দরের ভাসমান ভেলায়

ছায়া অন্ধকারে খুঁজি ছায়ার প্রতিকৃতি।

 


Post a Comment

নবীনতর পূর্বতন