বললে, আয় চলে আকাশের সীমানা ছাড়িয়ে
দূরদেশে রাঙামাটির পথে দেখা গল্প সবই হবে।
আসা যাওয়া পথের মাঝে,
নীরব নদী বয়ে গেল ছলাৎ ছলাৎ জলে।
চোখের দেখা নাই বা হলো
নাই বা হলো কথা
তোমার আমার হৃদয়ের সুর
একতারাতেই বাঁধা।
নাই বা তোমায় কাছে পেলাম
নাই পারি তোমায় ছুঁয়ে দিতে
রামধনু রঙে স্বপ্ন আঁকি
জিয়নকাঠির ছোঁয়া পেতে!
আগুনরাঙা পলাশের মতো
আজও বুকের ভিতর বসন্ত আসে
শব্দদের আনাগোনায় তোলপাড় হয়,
আজও চুপকথাদের ভীড়ে।
তবুও তোমার আমার না বলা কথা,
হৃদয়ের সুরে একতারেতেই বাজে।
যেদিন আমি হারিয়ে যাবো নিরুদ্দেশের পথে।
কেউ পাবে না খুঁজে
তুমি আমায় খুঁজে নিও
রাতের আকাশে উজ্জ্বল তারাদের ভীড়ে।
সেদিনও দেখবে আকাশ থেকে ভেসে আসা
সুর তোমার গভীর প্রাণে বাজে।
তোমার আমার হৃদয়ের সুর একতারাতেই বাজে।
একটি মন্তব্য পোস্ট করুন