মাটি ফুঁড়ে উঠতে চাইছি আমিও -
দেখতে চাইছি যৌবন-মুখরিত ম্যানগ্রোভ
দেখতে চাইছি সমুদ্র আর সভ্যতার মিলন
আবৃত ব-দ্বীপের গোপন ঠিকানায়।
দেখতে চাইছি, নোনা মাটির আশ্রয়ে দাঁড়িয়ে
যৌবনের সারি সারি লবণাম্বুজ -
সুন্দরী গরান গেঁওয়া আর গোলপাতা খলিসা
কম্পিত ঠোঁট নিয়ে চুম্বনের অপেক্ষায় ...
চোখ বন্ধের আগেই তাদের হৃদয় স্পর্শ করছে
ঘুম ভেঙে ওঠা সহস্র শ্বাসমূল।
দেখতে চাইছি শতাব্দীর ঘুমের বাঁধন খুলে
ঝলসানো ললাটে ফিরেছে পৃথিবীর সুদিন -
কচি পাতার সুগন্ধে ছুটছে অলস স্লথ
সবুজের শরীরের এ ডাল ও ডাল ধরে ...
জীবন খুঁজে পাওয়ার উন্মাদনায়
ক্রান্তীয় বনানীর পাতায় তখন হিমেল ভোর।
তবে ফিরেই আসুক সে অরণ্যের পৃথিবী
একরাশ প্রকৃতি মেখে কিশলয় হয়ে ফিরুক
এ রুগ্ন সভ্যতার যত পাপের নগরী
অনন্ত নীল আকাশের নীচে ফিরে আসুক
প্রাণের বিচিত্র কার্নিভাল -
বিস্তীর্ণ সাভানা, বিস্ময়ের রূপসী মাদাগাস্কার।
ঋদ্ধ আশ্রয়ে তখন মাথা তুলে উঠেছি আমিও -
কোথাও কবিতার আশ্রয়ে
কোথাও অরণ্যের ছায়ায়।
একটি মন্তব্য পোস্ট করুন