একদিন না একদিন ঠিক - গৌতম ঘোষ-দস্তিদার


 

একদিন না একদিন ঠিক তোমার সঙ্গে দেখা হবে –

হাজারো সহস্রাব্দ আকাশের তারা হয়ে যাবে ;

অগুনতি নক্ষত্র সেদিন মুড়ে যাবে বরফের চাদরে

তবু তোমাকেই আমি ডাকব পুরনো নামের আদরে…

 

একদিন না একদিন ঠিক তোমার সঙ্গে দেখা হবে –

যুদ্ধবাজরা সেদিন শ্বেত পতাকায় গা ঢাকা দেবে ;

আমিও থাকব গণসমাধিতে দুর্মুখটা আড়াল করে

আমিও চাইনি, প্রেম সাক্ষী হয়ে থাক সন্তান-শরীরে…

 

একদিন না একদিন ঠিক তোমার সঙ্গে দেখা হবে –

একটা না একটা নতুন গ্রহ অপেক্ষা করে থাকবে ;

বরফ সেদিন আমাদের উত্তাপে যেন জল হয়ে ঝরে

জীবন সেখানে জিতে যায় যেন সব মৃত্যুর উত্তরে…

 

একদিন না একদিন ঠিক তোমার সঙ্গে দেখা হবে –

আস্ত এই ভবিষ্যৎবাণীটাই হয়তো মিথ্যে হয়ে যাবে ;

যুদ্ধবাজরা সেদিনও নিজের সন্তানকে পাঠাবে সমরে

সেদিনও পৃথিবী সইবে সব সইবে জানি কেমন করে!


Post a Comment

নবীনতর পূর্বতন