মন - নদেরচাঁদ হাজরা


মন

ছোট্ট একটা শব্দ

অথচ এর তল দেবা ন জানন্তি

গভীর থেকে গভীরতর হাওয়ায় দোলা লাগে মাত্র৷

পৃথিবী মহাকাশ সবাই তার কাছে ক্ষুদ্র

তুচ্ছ৷

কখন যে ভেসে যায়

কোন সে অচিনপুরে

কেউ জানে না

মায়াবী আলো!

মন তো তা নয়

অবাস্তব কিছু!

তাও বলতে পারি না কখনো৷

হিসাব কষে বলা?

অসম্ভব৷

সে কোনো হিসাবের ধার ধারে না

তবু আছে

কেননা থাকাটা অসম্ভব নয়

বরং অতি স্বাভাবিক

তাকে সবাই জানে

সবাই পায়

কিন্তু বোঝে না কেউ

সে কারো ধার ধারে না৷

আপন পাগলপারা বেগে

আপন সংযমী ধারায়

সে চলতে থাকে

সীমা থেকে অসীমে অবলীলায়

 


Post a Comment

নবীনতর পূর্বতন