নীলকন্ঠ - শংকর ব্রহ্ম

 



মাত্র একটি কবিতা লেখা হবে

তার জন্য সমস্ত কষ্টের ভার তুচ্ছ ভেবেছি

পৃথিবীর সমস্ত গরল পান করে

নীলকন্ঠ হয়ে বসে আছি।

 

একটি সৃষ্টির লোভে

সমস্ত দুঃখের ভার বুকে চেপে

মনের অন্ধকার দূর করে

আলো নিয়ে সোজা দাঁড়িয়েছি।

 

একটি কবিতা লেখা হবে

তার জন্য পার্থিব যত সুখ তুচ্ছ ভেবে

মহৎ সৃষ্টির লোভে সমস্ত যন্ত্রণা ভুলে

মাথা তুলে উঠে দাঁড়িয়েছি।

 


Post a Comment

নবীনতর পূর্বতন