উদাসীন পায়রা সব - প্রতীক মিত্র


 

আগুটা তবে নিভেই গেছে।

নিরাপদ চার-চারটে দেওয়ালজোড়া স্বস্তি।

চৌমাথার মোড়ে আলোয় চোখ আর ধাঁধাঁয় না।

সময়ের হৃদস্পন্দন আগলে রেখেছে ঘড়িটা।

একটু-আধটু পাশ কাটালেও আন্দাজ মেলে

সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত হয়ে আবার সকাল…

চক্রটা কম ঘোরেনি।

বাইরে আয়োজন এবং সম্ভার।

ভেতরে কথার খেলাপ চলতেই থাকে।

আগুটা নিভে গেছে।

ধিকি ধিকি জ্বলার ছুতো শেষ কবে ছিল

ভাবতে ভাবতে অসঙ্গতির বাইক এগোতেই

পায়রাগুলো উদাসীনভাবে কার্ণিশে উড়ে গেল।


Post a Comment

নবীনতর পূর্বতন