আমি দেখছি, এখনও দেখছি, বয়স হলেও দেখছি।
আমাদের চারদিকে যত মানুষের ভিড়, তার চেয়ে অনেক
অমানুষ ছড়িয়ে এখন ডাইনে বামে, ভিড় করে আছে।
দুপুরের রোদ হোক, রাতের নিয়নে, হিংসুটে সবাই,
সূর্যোদয় দেখে না তারা, সূর্যাস্তেও ক্লান্ত সবাই ভীষণ।
এমন ছিল না কিন্তু আমাদের দিনগুলি একদিন,
ঝগড়া-বিবাদ ছিল, অগোচরে হিংসাও প্রকট বেশ,
তবুও দেখেছি মানুষ মানুষই ছিল, অমানুষ কম।
আমি দেখছি, এখনও দেখছি, বয়স হলেও দেখছি।
ঠোঁটের কিনারে হাসি, বহু ভালো মানুষই কেমন যেন,
আপাত অসুস্থ, বেসুরো না হোক তাদের নিয়ত হিসাব।
মুখ বরাবর, অঙ্কের ফর্মূলা মেনে, শহরের মিছিলে,
বিত্তের বন্টনেও তাদেরই দামাদামি ঋণের খেলাপে।
পুরুষ বা নারী, সবাইকে এখন দেখলেই মনে হয়,
সুখ ছাড়া তারা বোঝে না কিছুই, অথচ অসুখ নির্ভর।
চারদিকে আজ শুধুই দেখছি, নেশাখোরদের মিছিল।
আরো চাই ছাড়া কোন কথা নেই, অবশেষে কষ্ট বাড়ছে।
আমি দেখছি, এখনও দেখছি, বয়স হলেও দেখছি।
একটি মন্তব্য পোস্ট করুন