ভীরু প্রেমিকেরা - অনুরাধা দেব

  


আয়নায় ঝিলিক - দু'চারটে রুপোলি রেখার

মুখের মানচিত্রে, জীবনযুদ্ধের ছাপ,

ম্রিয়মান চোখে, অবসন্নতার চিহ্ন ক্রমবর্ধমান।

নিঃসীম শূন্যতায় অবগাহন প্রতিদিন

স্মৃতিদের লুকোচুরি অতীতের গোলকধাঁধায়।

জমাট স্মৃতির বুক চিরে আচমকা ছুটে আসে স্ফুলিঙ্গ,

এলোমেলো ভেসে ওঠে কিছু ভীরু প্রেমিকের মুখ।

নিস্পৃহ-উপেক্ষা, শুধুমাত্র পেয়েছিল যারা

তারা কি আজও ভাবে কখনো আমার কথা?

নিস্তব্ধ দুপুরের অলসতায় অথবা বিকেলের বিষন্নতায়?

জীবনের উপর দিয়ে বয়ে যায় ঝড় তুফান

পরতে-পরতে চড়া পড়ে, ঘটনার ঘনঘটার।

পলিমাটির ঘন আস্তরণ ভেদ‌ করে তবু

জেগে থাকে ভীরু প্রেমিকের মুখ - আজীবন।

এই অবেলায়, সেসব না-বলা কথার জন্য বড় মায়া হয়!

আচমকাই কেঁপে কেঁপে ওঠে, নিঃসঙ্গ, দুর্বল হৃদয়।

 

Post a Comment

নবীনতর পূর্বতন