ভাবছ বুঝি আমার কাছে
ইচ্ছে পাখির ডানা আছে,
জল থই-থই নদীর স্রোতে—
ভেসে যাওয়ার বৈঠা আছে?
ভাবছ বুঝি আমার কাছে
রামধনু রং আকাশ আছে,
বাউল সুরের একতারাতে—
মন মজানোর কন্ঠ আছে?
গোধূলিয়ার রঙ ফুরাতেই -
আঁধার যখন নামবে গাছে ,
আমার কাছে জোনাকজ্বলা—
মুঠো মুঠো জোছনা আছে?
ভাবছ বুঝি আমার কাছে
আছে কেমন যাদুর ছড়ি!
ক্যামনে আমি মাঝ দরিয়ায়—
উড়িয়েছি আজ রঙিন ঘুড়ি?
অনেক কিছুই হয়তো আছে
তবুও কেন — পরাণ কাঁদে ,
কি নেই - কি নেই বন্ধু বিনে—
জীবন দিলাম মায়ার ফাঁদে!
একটি মন্তব্য পোস্ট করুন