হলুদ বসন্তের ডাক - সুমিতা চৌধুরী



হলুদ বউ কথা কও পাখিটা ডাকছে সকাল থেকেই।  শত কাজের মাঝেও লিপির চোখ চলে যাচ্ছে ওদিকেই। চোখ, না মন?


অনেকদিনের তালাবন্ধ হৃদয়ের ডালাটা কে যেন দিয়েছে খুলে সহসাই! যেখানে লিপিবদ্ধ আছে আজো এমনই   বেশ কিছু হলুদ বসন্ত দিনের কথা। স্মৃতি যেন আগল ভেঙে আজ ঐ হলুদ বউ কথা কও পাখিটার মতোই কত কথাই না বলে যাচ্ছে অনর্গল


পরাগ তার নামের মতোই যেন ভালোবাসার পরাগ ছড়িয়েছিল লিপির জীবনে। তখন দিন মাস কাল বছর জুড়ে সবসময়ই বিরাজ করতো বসন্ত, লিপির হৃদয় জুড়ে। আর বউ কথা কও পাখি ডাকলেই, পরাগ ঠাট্টা করে বলতো, "ঐ দেখ, তোকে আবার জিজ্ঞেস করছে, কবে তুই আমার বউ হবি?" লিপির লজ্জা আর সোহাগে রাঙা মুখটা যে ভীষণ প্রিয় ছিল পরাগের। 


কিন্ত বিয়ের স্বপ্ন অসমাপ্ত রেখেই পরাগ চলে গিয়েছিল সাথে করে লিপির জীবন থেকে চিরবসন্তের রেশটুকু নিয়ে চিরতরে এক নিদারুণ দুর্ঘটনায়

 


  সবটা এক লহমায় মনে করে চোখের জলে ঝাপসা হয়ে গিয়েছিল সামনেটা। হুঁশ ফিরতে চোখ মুছতেই দেখল সামনেই অনুরাগ দাঁড়িয়ে আছে নিশ্চুপে


"আরে, তুই কখন এলি এরকম নীরবে? 


"বেশ কয়েক বছর। তুই এভাবেই খেয়াল করিসনি তোর সামনেটা অতীতের কুয়াশায় ঝাপসা করে রেখেছিস বলে। কাল দোল, যাবি আমার সঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসবে?"


ঠিক তখনই বউ কথা কও পাখিটা ডেকে উঠল, যেন অনুরাগের কথার সুর ধরেই লিপিকে আবার একই প্রশ্নে বিদ্ধ করে বহুকাল পর। তাহলে কি আবার কোনো হলুদ বসন্ত ডাক দিয়ে গেল লিপির জীবনে ...

 

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন