বিজয়ী - তিতলি ভৌমিক

 


সবে এক বছর বিয়ে হয়েছে পিংকির। অনার্স করে ও এখন আইটি সেক্টরে কর্মরত। চাকরি পাওয়ার পর কলেজের দীর্ঘদিনের প্রেমিক রুপমকে বিয়ে করেছে। প্রথম কয়েক মাস ওদের বিবাহিত জীবন ভালোই চলছিল। কিন্তু ছয় - সাত মাস যাওয়ার পর থেকেই শাশুড়ি যেন একটু ট্যারাব্যাঁকা কথা শোনাতে লাগলেন ওকে, "বলি, বৌমানুষের আবার অত অফিস যাওয়া কীসের? বাবু তো চাকরি করে রোজগার করছে!"

অবাক হয়ে পিংকি বললো, "বাবু চাকরি করছে বলে আমি চাকরি ছেড়ে দেব? বাবুর মত আমিও তো পরিশ্রম করেই চাকরিটা পেয়েছি, তাহলে ছাড়বো কেন?"

"তুমিও যদি সারাদিন বাইরেই পড়ে থাকো, তাহলে সংসারের হালটা কে ধরবে শুনি? সারা জীবন তো আমি আর এই ঠেলা সামলাতে পারবো না!"

"কেন মা, অফিস যাবার আগে আমি তো কিছু কাজ করেই বেরই। আপনার অসুবিধা হলে হরির মাকে না হয় একবার...

"থাক থাক! পয়সা তো আর গাছে ফলে না! এমনিতেই সংসারের খরচ সামলাতে বাবু হিমশিম খাচ্ছে! তার ওপর অত বিলাসিতা দেখাতে হবে না।"


"মা, আপনি আমাকে কি মনে করেন? আমি কি সংসারের মঙ্গলের জন্য কোনো দায়িত্বই পালন করি না। সংসারের কোনো খরচাই সামলাই না!" পিংকি এবার যেন একটু অভিমানী হয়ে উঠলো। প্রতিদিনের এই ঝগড়া বিতর্ক যেন তাকে বিধ্বস্ত করে তুলেছে। এই পরাধীনতার শৃঙ্খল যে কতটা দৃঢ় এবার বুঝতে পারছে । কিন্তু ও হেরে যাবার পাত্রী নয়, ঠান্ডা মাথায় বলল, " মা, আমি একজন শিক্ষিত ও প্রতিষ্ঠিত নারী। সারা জীবন শুধু সংসারই সামলে যাবো এমনটা আমি কোনদিনই ভাবিনি। ছোট থেকেই স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, আর আমি সেটাই করেছি। সুতরাং,একজন ঘোর সংসারী নারীর সাথে আমার পার্থক্য তো থাকবেই।"

"তার মানে তুমি বলছো, তুমি একাই আধুনিক!"

"না মা। আমি ঠিক সেটা বলতে চাইনি। আমি বলছি, শিক্ষিত হয়ে চাকরি পেলে নারীর পরনির্ভরশীলতা অনেকটাই কমে যায়। আপনিই বলতেন যে মেয়ে মানুষের অত শখ আহ্লাদ থাকা উচিত নয়। কিন্তু, আমি যদি বলি মেয়েদের শখ আহ্লাদ থাকাটা স্বাভাবিক এবং সেগুলো তাদের নিজেদেরই পূরণ করা উচিত। মেয়েরা শিক্ষিত হলে শুধু সংসারের মঙ্গল নয়, সমাজেরও উন্নতি হবে। মেয়ে বলে কি শুধু তাকে জড় পদার্থই মনে করবেন? সমাজের চোখ রাঙানি উপেক্ষা করেই আজ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজেদের প্রতিভা তুলে ধরছে। আমিও সেই আকাশেই ডানা মেলে স্বমহিমায় উড়তে চাই। এই দাসত্বের শৃঙ্খলে আমি নিজেকে কখনোই বন্দি করবো না!" ওর শাশুড়ি আর কথা বাড়ালেন না। কারণ, উনি বুঝতে পারছিলেন পিংকির এই স্বাধীনচেতা মনোভাব তার দেওয়া সমস্ত বাধাকেই অতিক্রম করে এগিয়ে যাবে

Post a Comment

নবীনতর পূর্বতন