কুসুমাস্তীর্ণ পথ - আজিজ উন নেসা




হ্রদের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে -

হ্রদের সামন্তরালে ধীর লয়ে চলা,

কোথাও সোজা কোথাও বা বাঁকা

নিঃশব্দে, শুধু অনুভবে কথা বলা!

 

সরু হয়ে মেশে পাহাড়ের বুকে,

রূপকথার কতই না গল্প লেখা!

আসমুদ্র হিমাচলে নগর গড়া,

পথের সাথে হয় পথের দেখা।

 

স্বপ্নের মণিহারে সাজানো যতনে

যতদূর ঢেকেছে ফুল গাছে তারে,

ঘন নিবিড় স্নিগ্ধ ছায়ার আবেশে

রহে ঝরে কুসুম কলি তার-ই 'পরে।

 

ফুলেরা কোল ঘেঁষে পথের সাথে

পথও ঐ সুকোমল কুসুম ন্যায়,

মায়া মাখা কোমল কুসুমাস্তীর্ণ

ঐ পথে কী কভু চরণ রাখা যায়?

 

না জানি কোনো মহামানব, যাঁরা

হেঁটেছে কঠিন কপট কণ্টকাকীর্ণে,

তাঁরা ঠিক যাবে এই পথ ধরে...

পরাজয় হেরি স্বর্ণরথে কুসুমাস্তীর্ণে!


Post a Comment

নবীনতর পূর্বতন