ফুটওভার ব্রীজ দিয়ে উঠতে গেলে
হাঁটু দু'টোতে আজকাল বেশ ব্যথা হয়।
বাড়ি ফেরার ট্রেনে আলো বড় কম।
ট্রেনে থাকাকালীন মিসড কল আসে পূর্ব পরিচিতার।
বোধ হয় ভুল করেই, তার তরফে।
স্মৃতির সময়ের সাথে বিশ্বাসঘাতকতার পর্ব…সেও চলে কিছুক্ষণ।
তারপর ক্রমে সংসার মনের আকাশে সন্ধ্যেবেলার তারার মতন
একটু একটু জানান দেয় নিজের অস্তিত্ব।
বাজারে পচা সবজি মাছ মাংসের গন্ধ চেতনজুড়ে
অনুপ্রবেশ করলেও মনে হতে থাকে
ভালোবাসার শেকড় এখনও আষ্টেপৃষ্ঠে ছড়ানোই আছে।
চট করে ছিঁড়বে না।
সৃজনের বিপরীতে হেঁটে দিনযাপনও সয়ে গেছে বেশ।
নিজের মধ্যে এতগুলো আমি
কখনো বন্দী কখনো ডানা মেলা
কখনো দলা পাকানো বাতিল কাগজের মতন সস্তা
কখনো বা পালিশ করা আসবাবের মতন দামী…
সব ঠিকই তো আছে।
হৃদয় থেকে দূরে, উদাসীনতা একটু আছে।
অসঙ্গতি বলতে ওই---
বাড়ি ফেরার ট্রেনে আলো বড্ড কম
আর ফুটওভার ব্রীজ দিয়ে উঠতে গেলে
হাঁটু দু'টোতে আজকাল বেশ ব্যথা হয়।
বেশ ভালো লাগলো।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন