প্রিয় ফাগুন ভীষণ অন্তরঙ্গ তুমি
শত চেষ্টায় নিজের পায়ে দাঁড়ানোর পর
মনে করিয়ে দাও ওসব তোমার কাছে অনেক
মনে করিয়ে দাও যা স্থায়ী ভেবে রেখেছ
আসলে পৃথিবীতে স্থায়ী বলতে কিছু নেই
গাড়ি বাড়ি প্রতিপত্তি সম্পদ বিলাসবহুল সম্পর্কের ঘর।
মনে করিয়ে দাও প্রথম প্রেম প্রথম এস.এম.এস
ব্লক করে দেওয়া,অন্য নম্বর থেকে ফোন
প্রথম ফুল দেওয়ার অপরাধ সপাটে গালে চড়
বুকের মধ্যে কতটা দুঃখ চলকে উঠলে মনে হয়
বিরহ চাপা বন্দি খাঁচার পাখি বলে এ জীবন রাখা বৃথা
ফাগুনের চাঁদ পরাণ মাঝি ডাকছে এদিকে শোন্।
তুমি নিঃশেষ করা ফাউনটেন কালির অভিমানের মত
আমার ছেঁড়া চটি পায়ে কলকাতার রাজপথে
পার্কের জোড়া শালিক দেখতে দেখতে বাসায় ফেরা
শীত সন্ধ্যায় বৃষ্টিতে রান্না করে আপিস ফেরত একা
প্রিয় ফাগুন রঙমিলান্তি খেলায় মৌন পূর্ণিমার চাঁদ
বিচ্ছেদ ভুলে পথে নামে একজীবন শপথে।
একটি মন্তব্য পোস্ট করুন