জীবনরেখা - অধীর কুমার রায়


একটি নদী

একূল ভাঙে ওকূল গড়ে।

স্বপ্নরা রং বদলায়

শাখায় ফুল ভরে ওঠে,

ফিঙে নাচে

মৌমাছি গান গায়

রামধনু হেসে ওঠে।

ওরা পথ চলে হাতে হাত রেখে।

আবার আসে বৃষ্টি

অনুর্বর জমির বিবর্ন ঘাস

আবার বেঁচে থাকার গান গায়।

 

নদীর এপারে বিবর্ণ দিন

বিসর্জনের বাজনার তালে

চোখের জল মুছে শাড়ির আঁচলে।

 

তবুও বিজয়রথ চলে

পরাজিতার বুকের পাঁজর ভেঙে

জোৎস্নার আলো নিভে,

রাতের চাঁদ মুখ লুকায়

প্রখর তপন তাপে।

 

এইতো জীবন

আলো-আঁধারে চলা।

এক ঢেউয়ে মুছে যায় বালুতটের লেখা,

গলির মোড়ে পথ হারায় এ জীবন।




 

Post a Comment

নবীনতর পূর্বতন