জপমন্ত্র - দিলীপ কুমার দাস



ঘুম ভাঙে তিনশত্রু হাই তুলে কালের মলাটে

যথার্থ ঈশ্বরপুত্র অবিনশ্বর অনন্ত বিশ্বাসে

জপমাত্র দিন শুরু বিধানে মুগ্ধতা নেই এতটুকু

শুধুই মাতিয়ে তোলা গৃহিনীর লিকার চায়ের সাথে

রাজনীতির কলাবৃত্ত স্থির হয়ে অনন্ত মহিমায়

একটু পরেই আবার মিশ্রকলাবৃত্ত ঐ শরীর নিয়ে।

 

তারপর জলমাটি কবিতা সংগীত আর সমাচার

অভ্যাসের ভূমিতে দাঁড়িয়ে জপমাত্র ওজোগুণসার

দৈনিক বাজারে আবার নৈবেদ্যের হাজারো বদনাম

অপরাধ বোধ নেই তবুও মানুষ কিন্তু প্রকট বড়ো

দ্বিকোটিক বিভাজনে কালরাত্রি অবিশ্বাস হাতে

ভুলে যেতে আত্মকথাসহ অতীতের সব সমাচার।

 

জপমাত্র সম্বল আজ মসৃণতা প্রচারের ভাষণ

দীর্ঘশ্বাস বুকের যন্ত্রণা কিন্তু পীড়াপীড়ি রাতদিন

ওদিকে শ্মশানে ওঠে শেয়ালের সংক্রামক ডাক

ভালোমানুষেরা তাই জপের মালাটিও আজ সবাই

দুর্বোধ্য ঠেকবে বলে মিথ্যাই ভাবছে মুদ্রণপ্রমাদে।

 

তারপর প্রহসন হুঁই-হাঁই হাঁই-হুঁই শব্দের সংঘাত।


 



Post a Comment

নবীনতর পূর্বতন