ফিরে দেখা - উৎপলেন্দু দাস


প্রকৃতির আহ্বানে ফিরে যাই প্রাচীন অরণ্যের কাছে

অকপট বৃক্ষকুল দাঁড়িয়ে নীরবে এখনও ঝেড়ে ফেলে

সকল অহংকার জন্মজন্মান্তরের অভ্যাসে

ত্যাজ্য বাদামি পাতার মত।

 

দেখি নগ্ন নির্জনে স্নান সেরে নিয়ে চোখের আড়ালে

নবীন পাতারা ভোরের সূর্যকে বলে এসো

হে জবাকুসুম সবিতা তুমি দ্যুতিময় হও

সীমিত জীবনে ছড়াও অনন্ত জীবনের আলো।

 

সেই সময় একটি ভালুক রাস্তা পার হয়

ঘাসবন থেকে বেরিয়ে কিছু নিঃশঙ্ক চিতল হরিণ

বাঘের গর্জন শোনে মুখ তুলে

তারপর মুখ ডুবিয়ে দেয় কচি ঘাসে।

 



Post a Comment

নবীনতর পূর্বতন