আলোকিত বিকেলের আলো মরে এলে ম্লান মনখারাপ
ভাঙা সাঁকো হেঁটে আসে জলে, ছায়া দুলে ওঠে চলাচল
ক্লান্ত পথিক ঘর্মাক্ত দেহ টানে অভাবের অন্ধকার ঘরে
নিঃসঙ্গ জোনাকি উড়ে এসে বসে একা ঝোপের নিভৃতে
সেখানে মজলিসও বসে, আলোচনা হয় পরামর্শ সার
সিদ্ধান্ত লেখার আগে শুধু তারাদের ফিসফিস শোনা
কোথাও গভীরে কান পাতলে সাংকেতিক ভাষার রহস্য
স্তিমিত আলোয় ঘেরাটোপে শুয়ে পড়ে অপার বিশ্রাম
দিনান্তের ঘণ্টাধ্বনি বেজে ওঠে মাঠ আলের ওপারে
ফড়িং-জীবন নিয়ে কাতরতা অস্থির হয় কুয়াশামাখা
হিমপার্বণ অতিক্রম করে বিষণ্ণ মনখারাপ কিছুটা ম্লান
তবু ভোরের আকাশ চেয়ে আছে উদিত সূর্যের লালে!
আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন