ছায়া ছায়া নিজস্ব রাত জানে ভালোবাসা আর দুঃখ
স্মৃতিময় চরাচরে ভাসে আমার শোক আর বংশলতিকা
সকল একাকীত্ব বেঁধে রাখি ধ্রুপদি বাঁধনে চিরকাল
বুক ছুঁয়ে মাটির বিলাসে স্বপ্নচারী খুশির গান ভাসে।
পরস্পর মানুষের হাসিমুখ অনাবিল ছায়াতলে
সকল সত্ত্বায় বাঁচে আত্মার জলছবি ছেঁড়া স্বপ্নের ঘোরে
নিরভিমান চেনা চোখে মায়াময় মানুষ প্রকৃতি প্রাণ
চুপ করে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়
ভোরঘুমে আলোমাখা মানুষের মুখ।
বাতাস বলছে জাগো নদী বলে আমিও ভূমিষ্ঠ তাই
মানুষের গলায় আরও সজোরে উচ্চারণ সম্পর্ক সাজাবো
নরম মাটির উরুতে রক্তিম অধিকার জন্মবেলার
যুদ্ধ শেষে ঈশ্বর এখন দেখে আকাশে আলোর ওড়না।
রাতের গর্ভবতী আকাশ জুড়ে নক্ষত্র খোঁজে জন্মকুণ্ডলী
ধুলো মাটি চাতালে ছড়িয়ে ছিটিয়ে মানুষের চিরায়ত স্তোত্রগান
কোথাও আঁচল আচ্ছাদনে স্নেহময়ী যন্ত্রণা ভাঙে বুক
নৈঃশব্দ্যে বদলে যায় প্রতিচ্ছবি ঘিরে থাকে ভয়
বৃষ্টিগান আলোর প্রত্যাশা ধুইয়ে দেয় জন্মকালিমা।
একটি মন্তব্য পোস্ট করুন