রুদ্র বৈশাখে - উৎপলেন্দু দাস

  


পাতা ঝরার কাল হয়েছে শেষ

সর্বস্ব খোয়ানো গাছেরা দাঁড়িয়ে হাত পেতে

ছায়া ঘনিয়ে আসা মেঘের আবির্ভাবের অপেক্ষায়,

বসন্তের কুহক প্রলোভন ছলনা দূরে সরিয়ে

মানিয়ে নিতে রুদ্র বৈশাখের দারুণ দহনজ্বালা।

 

ছায়া খুঁজে বেড়িয়ে অবরে-সবরে

কাজলা দীঘির পুরনো গাছ ঘেরা পাড়ে

ঝিম ধরা দুপুর পেরিয়ে হেলান দেওয়া বিকেলে,

যদি চোখে না পড়ে ইতিউতি কিশলয়দের উচ্ছ্বাস

ব্যাকুল ধরণীতে রইবে অদৃশ্য প্রেমের আলো ছায়ার খেলা।

 

চেয়ে নিতে হবে আকাশের কাছে বরফশিলার বৃষ্টি

তুমুল ঝড়ের শীতল উথাল পাথাল হাওয়া,

উড়িয়ে নিয়ে যেতে ঝরাপাতার স্তুপ

আলস্য জড়তা মাখা পুরনো ধুলো বালি,

এসেছে এবার শাঁখ বাজিয়ে নবীন বরণের পালা

 

Post a Comment

নবীনতর পূর্বতন